প্রচ্ছদ / খবর / পথ হারিয়ে বিপাকে হনুমান !

পথ হারিয়ে বিপাকে হনুমান !

 Honumanখাবারের সন্ধানে পথ ভুলে বাগেরহাটের চিতলমারীতে আসা দলছুট একটি দলছুট হনুমান মহা বিপাকে পড়েছে।

পথ হারিয়ে হনুমানটি খাবার আর সঙ্গীদের সন্ধানে গত দুই সপ্তাহ ধরে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ছুটাছুটি করছে।

স্থানীয়রা জানায়, পথ হারিয়ে হনুমানটিকে গত কয়েক দিনে চিতলমারী উপজেলা সদরের বাজার ও আশপাশের গ্রামে ঘুরতে দেখা যাচ্ছে। খাবারের সন্ধানে বিভিন্ন সময় মুখ পোড়া হনুমানটি মাটিনে নেমে আসলেও শিশুদের তাড়া খেয়ে ভয়ে আবার উঁচু গাছের মগডালে আশ্রয় নিচ্ছে প্রাণীটি।

খাদ্য ও আশ্রয়ের অভাবে গত কয়েক দিন ধরে ছোটাছুটি করায় পুরুষ হনুমানটির বর্তমানে বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এদিকে হটাৎ করে আসা প্রাণীটিকে দেখতে প্রতিদিন শত শত উৎসুক লোকজন ভিড় জমাচ্ছেন।

চিতলমারী বাজারের ব্যবসায়ী হায়দার আলী বাগেরহাট ইনফোকে জানান, গত দুই সপ্তাহ ধরে হনুমানটিকে এখানে ঘুরতে দেখা যাচ্ছে। এটিকে উদ্ধার করে যে এলাকা থেকে এসেছে সেখানে পাঠানো না গেলে বাঁচানো সম্ভব হবে না।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, যশোরের কেশবপুর এলাকায় এ প্রজাতির কিছু হনুমান দেখা যায়। খাদ্য সংকটের কারণে কোন ব্যাবসায়ীর কলার ট্রাকে করে ভুলে এ এলাকায় চলে আসতে পারে প্রানীটি।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও যশোর এলাকা থেকে চিতলমারীতে একটি হনুমান এসেছিল বলে জানা তিনি।

তিনি বলেন, গাছপালা ও বন জঙ্গল কমে যাওয়ার কারণে মুলত খাদ্য ও আবাসস্থানের অভাবে প্রণী গুলো দলছুট হয়ে এদিক ওদিকে চলে আসছে। হনুমানটিকে উদ্ধারের চেষ্টা চলাছে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

০৬ জুলাই ২০১৪ :: পংকজ মন্ডল, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক