বাগেরহাটের শরণখোলায় এক কেজি গাঁজাসহ বাচ্চু মোল্লা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন একটি পান-সিগারেটের দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করে শরণখোলা থানা পুলিশ।
গ্রেফতারকৃত বাচ্চু মোল্লা শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের ইউনুচ মোল্লার ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপান সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯ টার দিকে এসআই গাজী ইকবালের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ১ কেজি গাঁজাসহ বাচ্চুকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে এ এলাকায় গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছে।
মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিহত করতে সামাজিক স্বচেতনতা এবং সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More