প্রচ্ছদ / খবর / অস্ত্রসহ দস্যু আটক

অস্ত্রসহ দস্যু আটক

Bagerhat-Pic -1(16-07-14)সুন্দরবনের দস্যু “রাঙা বাহিনী”র দুই সদস্যকে অস্ত্রসহ আটক করেছে কোষ্টগার্ড।

বুধবার সুন্দরবনের পশ্চিম ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে।

আটকৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের মোঃ মাহবুব আলীর ছেলে মামুন (২৮) এবং একই এলাকার মজিবর রহমানের ছেলে কেরানী মান্নান (৩০) ।

মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লেঃ মোজাহিদুর রহমান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৯টার দিকে খুলনা জেলার দাকোপ থানাধীন পশ্চিম ঢাংমারী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই দস্যু সদস্য মামুন ও মান্নাকে একটি দেশীয় পাইপগানসহ কোষ্টগার্ড আটক করে।

তিনি আরো বলেন, ওই দুই জলদস্যু রাঙা বাহিনীর সদস্য এবং মামুন জলদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান ক্যাশিয়ার। তারা দীর্ঘদিন সুন্দরবন এলাকায় খুন, ডাকাতি ,ধর্ষন, অপহরণ ও চাদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

আটক দু’জনকে অস্ত্রসহ বিকালে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে মি. রহমান জানান।

১৬ জুলাই ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট (মংলা),
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক