ফলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুছল্লিরা।
শনিবার যোহরের নামাজ শেষে ওলামা মাশায়েক পরিষদের ব্যানারে শহরের পুরাতন কোট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের মধ্যোদিয়ে শেষ হয়।
এ সময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ওলামা মাশায়েক পরিষদের আহ্বায়খ মাও. আমিরুল ইসলাম সিদ্দিকী, মাও. কামরুজ্জাম্মান, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, হাফেজ মোবারক হোসাইন, মাও.আবুব্বকর সিদ্দিক, মো. রুহুল আমীন খাঁন, মাও. জাহিদুল ইসলাম, হাফেজ মো. নুরুল্লাহ সিদ্দিকী, মো. ইনায়েত হোসেন, মাও. মোহাম্মাদ উল্লাহ প্রমূখ।
সমাবেশে বক্তারা রোজার ভিতরে গাজায় ইসরাইলি বর্বরচিত হামলা বন্ধ এবং বিশ্ব নেতৃত্বকে এর বিরুদ্ধে কঠোন অবস্থানের আহ্বান জানান।
এছাড়া ইহুদি মালিকানাধীন বহুজাতিক কোম্পানীর উৎপাদিত সকল পন্য বর্জনের ঘোষনা দেয়া হয় সমাবেশ থেকে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More