প্রচ্ছদ / খবর / বোমা তৈরির সময় বিস্ফোরণ; গ্রেপ্তার ১

বোমা তৈরির সময় বিস্ফোরণ; গ্রেপ্তার ১

bagerhat-map2ঈদের আগ মূহুর্তে বাগেরহাটে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।

সোমবার দুুপুর দেড়টার দিকে বাগেরহাট সদর উপজেলার চিতলী বোটপুর এলকার একটি মটর সাইকেল গ্যারেজে এই বিম্ফোরণের ঘটনা ঘটে।

আহত মো. রানা শেখ ওরফে বাবুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার সথে জড়িত আরো দু’জন পালিয়েগেছে।

গ্রেপ্তারকৃত রানা ওরফে বাবু বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাল কুলিয়া গ্রামের ইশরাত ওরফে ইলিয়াজ শেখের ছেলে।

বাগেরহাট মড়েল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, সদর উপজেলার চিতলী এলকার  হাফিজুর এর মটর সাইকেল গ্যারেজের মিস্ত্রী রানা শেখ ওরফে বাবু, বিজয়পুর এলকার রাজা (১৬) এবং বিষ্ণপুর এলাকার আফজাল মোল্লার ছেলে আনিস মোল্লা (১৬) ওই গ্যারেজে বসে ৫ প্যাকেট মেঝের কাঠির বারুদ ‘লোহার পাইপে’র ভেতর দিয়ে ‘পাইপ বোমা’ তৈরির চেষ্টা করছিল। এসময় হটাৎ এটির বিস্ফোরণ ঘটে।

এতে রানা শেখ ওরফে বাবুর বাম হাতের তালু এবং অনামীকা আঙ্গুলটি উঠে যায়।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রানা শেখ ওরফে বাবুকে গ্রেপ্তার করে। তবে এসময় রাজা ও আনিস পালিয়ে যায় বলে জানায় ওই এস আই।

এব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খাঁন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গ্রেফতারকৃত রানা ওরফে বাবুর কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। দস্যুতা, ডাকাতি কিম্বা ছিনতাই এর জন্য তারা সংগঠিত হয়ে থাকতে পারে।

এব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

৫ প্যাকেট মেঝের কাঠির বারুদ লোহার পাইপের ভেতর দিয়ে ‘পাইপ বোমা’ তৈরীর চেষ্টা করছিল তারা।

২৮ জুলাই ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক