বাগেরহাট প্রেসক্লাব এবং গ্রামীনফোনের (জিপি) মধ্যে করর্পোরেট সেবা চুক্তি স্বাক্ষর হয়েছে।
মঙ্গলবার রাতে বাগেরহাটে গ্রামীন ফোনের ডিলার অফিস কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রামীনফোনের পক্ষে ডিভিশনাল সিনিয়র এক্সিকিউটিভ একেএম হাবিবুল্লাহ এবং বাগেরহাট প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাবুল সরদার চুক্তি পত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটে গ্রামীনফোনের ডিষ্টিবিউশন অপারেশন ম্যানেজার মো: বেলাল হোসাইন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, ফিল্ড অফিসার তন্ময় দেসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
এ সেবা চুক্তির আওতায় বাগেরহাটে কর্মরত সাংবাদিকবৃন্দ কম খরচে গ্রামীনফোনের করর্পোরেট সেবা সুবিধা পাবেন বলে অনুষ্ঠানে জানান হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More