বাগেরহাটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৪।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্দান প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনরা।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। এসময় ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট ৪ আসনের সাংসদ আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন এমপি।
পরে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফ নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়াল, সামাজিক বন বিভাগের ডিএফও মো. মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সুন্দরবন পূর্ব বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান, সামাজিক বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সহিদুল্লাহ প্রমুখ।
বাগেরহাটের জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ফলজ, বনজ বৃক্ষ নিয়ে ২০টি স্টল অংশগ্রহণ করছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More