প্রচ্ছদ / খবর / বাগেরহাটে দুই শিবির কর্মী গ্রেপ্তার

বাগেরহাটে দুই শিবির কর্মী গ্রেপ্তার

atokসরকার বিরোধী পোস্টারসহ বাগেরহাটে শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরতলীর মেগনিতলা এলাকায় অবস্থিত জামায়াতের দলীয় কার্যালয়ের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল হাই হাওলাদারের ছেলে মো. সিরাজুল ইসলাম (২২) ও একই উপজেলার চিলা উলুখালী গ্রামের মো. আবুল বাশারের ছেলে আনিছুর রহমান (২৫)।

পুলিশের দাবি, এরা দু’জন গত সংসদ নির্বাচনের আগে বাগেরহাটের বিভিন্ন সহিংস ঘটনার মামলার সন্দেহভাজন আসামি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দলীয় কার্যালয় থেকে সরকার বিরোধী পোস্টার শহরে লাগাতে বের হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে পৌঁছে দেড়শতাধিক পোস্টারসহ তাদের গ্রেফতার করে। 

ওই দুই শিবির কর্মী বাগেরহাট মডেল থানায় দায়ের হওয়া একাধিক সহিংস ঘটনার মামলার সন্দেহভাজন আসামি বলে তিনি দাবি করেন। তবে এরা নিজেদের ছাত্র শিবিরের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

১১ আগস্ট ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক