পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে মংলা বন্দরের অর্ধ-নির্মিত দু’টি জেটি।
ইতোমধ্যে মেসার্স শিকদার গ্রুপ নামে একটি জয়েন্ট ভেঞ্চর কোম্পানী প্রায় ৫শ’ কোটি টাকা ব্যয়ে বন্দরের এ জেটি দুুটি নির্মানে আগ্রহ প্রকাশ করেছে বলে বন্দর সূত্রে জান গেছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হাবিবুর রহমান ভূঁইয়া বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় সাড়ে ৪ দশক ধরে অর্ধনির্মিত অবস্থায় পড়ে ছিলো বন্দরের ৩ এবং ৪নং জেটি দুটি। জেটি দুটি নির্মাণ কাজ শেষে বন্দরের আরো কমপক্ষে ১০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে এবং আগের তুলনায় এখানে অনায়াসে জাহাজ ভিড়তে পারবে বলে তিনি মন্তব্য করেছেন।
মংলা বন্দর জেটি ব্যবহার ও কন্টেইনার হ্যান্ডলিং কনট্রাক্টর (ঠিকাদার) মেসার্স খুলনা ট্রেডার্সের মালিক সৈয়দ জাহিদ হোসেন ও মেসার্স হাসেম এন্ড সন্স এর মালিক এবং মংলা পোর্ট পৌর সভার মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, মংলা বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানের গর্ব নিয়ে এগিয়ে যাচ্ছে। বন্দরকে আরো প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য করতে অব কাঠামো সুবিধা বিশেষ করে বেশী বেশী জাহাজ ভেড়াতে জরুরীভাবে জেটি সম্প্রসারণ জরুরী।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More