প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে আ.লীগ নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

মোরেলগঞ্জে আ.লীগ নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যয় জড়িত সন্দেহে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদারকে (৫৩)।

বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের গফুর তালুকদারের ছেলে তালুকদার নুরুল ইসলাম (৫৮) ও তার ভাই কাদের তালুকদার (৫৫), সোহরাব হোসেন মৃধার ছেলে মৃধা রেজাউল করিম (২৮) এবং আসমত আলী মৃধার ছেলে শাহজাহান মৃধা (৫৪)।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

নিহতের পরিবার দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা  মোজাম্মেল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Bagerhat-District-Mapনিহতের বড় ছেলে হাসান সিকদার বলেন, ৮০ একর জমি নিয়ে তার বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে আট বছর ধরে প্রতিবেশি শাহজাহান, রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলে আসছে। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

বাবা মৃত্যুর আগে ওই পাঁচজনের নাম বলে গেছে বলেও দাবি করেন তিনি।

এব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান দুপুর এ প্রতিবেদকে জানান, নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ৪ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

০৪ সেপ্টেম্বর ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই/(আপডেট)
বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

About ইনফো ডেস্ক