প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

বাগেরহাটে ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু

Bagerhat-Map-Imageকরদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা।

বৃহস্পতিবার সকালে শহরের দাসপাড়া এলাকার কর অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।

জনসাধারণের মধ্যে আয়কর বার্তা পৌঁছে দেওয়া, আয়কর প্রদান কার্যক্রম সহজকরণ, সম্প্রসারণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

এবছর সর্বোচ্চ কর প্রদানকারী হিসবাবে সেরা করদাতা এবং দীর্ঘমেয়াদী করদাতা হিসাবে বাগেরহাটের আনিসুর রহমান, শেখ আবু দাউদ, সরদার জসিম, মোল্লা এনায়েত হোসেন ও স্বপন কুমার কুন্ডুকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বাগেরহাট কর অফিসের যুগ্ম কর কমিশনার মো. মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি মো. শাহজাহান মিনা, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নওয়াব হোসেন, বাগেরহাটের দীর্ঘমেয়াদী করদাতা ইদ্রিস আলী মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় জীবনে আয়করের গুরুত্বের কথা তুলে ধরে দেশের উন্নয়নে সবাইকে আয়কর প্রদানের আহ্বান জানান।

১৮ সেপ্টেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক