প্রচ্ছদ / খবর / বাগেরহাটের প্রধান ঈদ জামাত ষাটগুম্বজ মসজিদে

বাগেরহাটের প্রধান ঈদ জামাত ষাটগুম্বজ মসজিদে

Bagerhat-Pic-3(29-07-2014)Eid-Zamatএবার বাগেরহাটের প্রধান ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে।

রোববার সকাল ৮ টায় প্রথম এবং ৯ টায় দ্বিতীয় ঈদ-উল-আযহা জামায়াত অনুষ্ঠিত হবে এখানে।

এছাড়া বাগেরহাট শহরের অনান্য প্রধান ঈদ জামাতরে সময় সূচী-
সকাল সোয়া ৮ টায়  শহরের আলিয়া মাদ্রাসা ময়দানে ও পুরাতন কোর্ট জামে মসজিদে, ৮ টায় খানজাহান আলী দরগাহ জামে মসজিদ, মিঠা পুকুর পাড় জামে মসজিদ, খারদ্বার ইদগাহ ময়দান, সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, সরুই হাজী আরিফ জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, সকাল সাড়ে ৮ টায় খানজাহানীয়া বায়তুল ফালাহ্ জামে মসজিদ, ফলপট্টি জামে মসজিদ এবং নতুন কোর্ট জামে মসজিদে ঈদুল আজাহার জামাত অনুষ্ঠিত হবে বলে জেলা প্রসাশন সূত্রে জানা গেছে।

পবিত্র ঈদ-উল-আযহা সুষ্ঠু ভাবে পালনের জন্য এ দিন পটকা ও আতসবাজি না ফুটাতে এবং সাউন্ড বক্স ও মাইকের মাধ্যমে রাস্তার মোড়ে বা অন্য কোথাও মাত্রা অতিরুক্ত জোরে গান না বাজানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া কোমল পানীয় বিক্রির নামে ঈদে রাস্তার পার্শে ও মোড়ে অস্থায়ী ষ্টল তৈরী থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

০৫ অক্টোবর ২০১৪ :: নিউজ রুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-এনআর এডিটর/বিআই

About Inzamamul Haque