বাগেরহাটে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের ভোগ দখলীয় বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী এস এম মাসুদ আহম্মেদ সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
এঘটনায় মাসুদ আহম্মেদের স্ত্রী রুমানা আহম্মেদ বেবী বাগেরহাট পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার জানায়, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার মৃত এস এম আতাহার আলীর ছেলে ফিরোজ আহম্মেদ স্থানীয় কিছু সন্ত্রাসীদের সহায়তায় তার আপন ছোট ভাই মাসুদ আহম্মেদের ভোগ দখলীয় বাড়ির তালা ভেঙ্গে তা দখল করে নিয়েছে। এসময় তারা ওই বাড়িতে থাকা মুল্যবান আসবাবপত্র নিয়ে যায়।
লিখিত অভিযোগে তারা আরো বলেন, বাড়িটিতে বর্তমানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী প্রতিদিনই মাদক ও জুয়ার আড্ডা বসাচ্ছে। প্রতিবাদ করায় তারা মাসুদ ও তার পরিবারের অন্য সদস্যদের জীবন নাশের হুমকী দিচ্ছে।
ইতিপূর্বেও ফিরোজ আহম্মেদ ছোট ভাই মাসুদকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। তাদের অন্যান্য সম্পত্তি থেকেও উৎখাতের চেষ্টা করছে তাদের বড় ভাই।
এদিকে, পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তারা দাবি করেন।
এবিষয়ে মাসুদ বাগেরহাট সদর থানার সাধারন ডায়রী করেছেন। ভুক্তভোগীরা প্রশাসনের উর্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে, এ ব্যাপারে অভিযোগকারীর বড় ভাই ফিরোজ আহম্মেদের বক্তব্য পাওয়া যায় নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More