প্রচ্ছদ / খবর / আবারও ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক

আবারও ট্রলারসহ ১২ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারও ফিসিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধায় আটক ভারতীয় জেলেকে দিগরাজ নৌঘাটিতে আনার পর মংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

এর আগে সোমবার দুপুরে মংলা বন্দর থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে ১নং বয়া এলকায় অনুপ্রবেশ করে মাছ শিকার কালে ওই ভারতীয় জেলেদের আটক করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন মঙ্গলবার সন্ধা বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

নৌবাহিনীর বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে বঙ্গোপসাগরের ওই এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলি টহলরত দিচ্ছিল। এসময় নৌবাহিনীর সদস্যরা ‘এফবি হীরালাল’ নামের একটি ভারতীয় ট্রলাককে বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে দেখে।

পরে ১২ ভারতীয় জেলেসহ ওই ট্রলারটিকে আটক নৌবাহিনী। আটক জেলেদের বাড়ী ভারতের উত্তর ও দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায় বলে জানা গেছে।

এ ঘটনায় নৌবাহিনী ওই জেলেদের বিরুদ্ধে অবৈধ ভাবে অনু্প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে বাগেরহাটের মংলা থানয় একটি মামলা দায়ের করেছে। আটক জেলেদের বুধবার বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

১৮ নভেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরই/বিআই 

About ইনফো ডেস্ক