বাগেরহাটের মোরেলগঞ্জে কামরুল সিকদার নামে এক ব্যক্তির বসত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামে এঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কামরুল সিকদারের স্ত্রী নুপুর বেগম।
এ ঘটনায় নুপুর বেগম বাদী হয়ে তাদের প্রতিবেশী আব্দুস সত্তার হাওলাদারকে (৭০) প্রধান করে ৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার কারনে সত্তার হাওলাদার ও তার সহযোগীরা কামরুল সিকদারের বাড়িতে অগ্নি সংযোগ করেছে।
এদিকে, অভিযুক্ত সত্তার হাওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ঘটনার সময় তিনি বাগেরহাটে একটি আবাসিক হোটেলে ছিলেন। তাদেরকে হয়রানী করার উদ্দ্যেশে রাতে ঘরের মালামাল সরিয়ে অগ্নিসংযোগের ঘটনা সাজানো হয়েছে।
প্রসঙ্গত, এ ঘটনার ৭দিন পূর্বে বাড়ির মালিক কামরুল সিকদার ও তার ভাই আয়নাল সিকদার সত্তার হাওলাদারের দায়ের করা একটি লুটের মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More