প্রচ্ছদ / খবর / ছাত্রকে আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে স্কুল শিক্ষকদের বিচারের দাবি

ছাত্রকে আত্মহত্যায় প্ররোচিত করার দায়ে স্কুল শিক্ষকদের বিচারের দাবি

Bagerhat-Pic-1(26-11-2014)human-chainবাগেরহাটের চিতলমারীতে স্কুল ছাত্রকে আত্মহত্যায় প্ররোচিত করার জন্য দায়ী শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের অশোকনগর গ্রামের কয়েক’শ বাসিন্দা।

এসময় তারা অবিলম্বে দায়ী শিক্ষকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

গত রোববার দুপুরে চরবানিয়ারী বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আশীষ বালা স্কুল থেকে বাড়ি ফিরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। এর পর থেকে নিহতের স্বজন, এলকাবাসী ও সহপাঠীরা অভিযোগ করে আসছে শিক্ষকের মারপিট, ভৎর্সনা ও স্কুল থেকে তাড়িয়ে দেয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করে আশীষ বালা।

২৬ নভেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরই/বিআই

About ইনফো ডেস্ক