বাগেরহাটে পণ্যবাহী মিনি ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে বাগেরহাট সদর উপজেলার চিতলমারী-বাগেরহাট সড়কের মুণিগঞ্জ সেতুর টোল প্লাজার কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিনা রাণী বিশ্বাস (৪১) জেলার চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের প্রতুল কুমার বিশ্বাসের স্ত্রী। এঘটনায় পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করেছে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ইমান আলী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, চিতলমারী থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ব্যাটারী চালিত ইজিবাইক সড়কের ওই এলকায় পৌছালে একটি পণ্যবাহী মিনি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী মিনা বিশ্বাস ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মিনা বিশ্বাস বাগেরহাট শহরের আমলাপাড়ায় আসছিলেন। এঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More