জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতার দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
রোববার (৩০ নভেম্বর)সকালে শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়ে।
পহেলা ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠেয় ২০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন-২০১৪ কে সামনে রেখে এ কর্মসূচী পালন করে টিআইবি’র (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) অনুপ্রেরণায় গঠিত সনাক বাগেরহাট।
বাগেরহাট সনাকের সভাপতি এডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সনাক সহ-সভাপতি অধ্যক্ষ সইফ উদ্দিন আহমেদ, ফরিদা রহমান, সদস্য প্রফেসর চৌধুরী, স্বজন সদস্য অধ্যাপক সালেহ আহমেদ, ডা: জ্ঞান রঞ্জন চক্রবর্তী, মো: মনজুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ূ পরিবর্তনের ফলে ঝুকিপূর্ণ দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর বাংলাদেশের মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশী ঝুকিপূর্ণ। কার্বন নি:স্বরণের জন্য দায়ী না হয়েও আমরা এর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করছি।
কাজেই যেসকল দেশ অতিরিক্ত কার্বন নি:স্রণের জন্য দায়ী তাদের অবশ্যই ন্যায্য ক্ষতি পূরণ দিতে হবে এবং মাত্রাতিরিক্ত কার্বন নি:সরণ বন্ধ করতে হবে। জলবায়ূ মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ এবং যথাসময়ে প্রদান করতে হবে। জলবায়ু তহবিলের যথাযথ বন্টন ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
এ ছাড়া এ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশসহ বিশ্বের ঝুঁকিপূর্ণ রাষ্ট্রসমূহের ক্ষতিগ্রস্ত সকল জনগোষ্ঠীকে কার্যকর সুরক্ষা প্রদানে টিআইবি বেশ কিছু দাবি তুলে ধরে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More