প্রচ্ছদ / খবর / সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানব বন্ধন

সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটে মানব বন্ধন

বাগেরহাটসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামালা ও নির্যাতনের প্রতিবাদে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন।

সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দের মানববন্ধন।
সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দের মানববন্ধন।

বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন  ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম মোশাররফ হোসাইন, মো. শাহ আলম টুকু, মো. দেলোয়ার হোসেন, আহসানুল করীম, এস এম জাকারিয়া মাহমুদ, বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, আহাদ হায়দার, প্রেসক্লাবের সম্পাদক মো. আলী আকবর টুটুল, শওকত আলী বাবু প্রমুখ।

সমাবেশে সাংবাদিকরা বলেন, সংবাদকর্মীরা সংবাদ দিতে গিয়ে সন্ত্রাসী হামালার শিকার হচ্ছেন। আগে যে সব সাংবাদিক খুন হয়েছেন তাদের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। গণতান্ত্রিক দেশে সংবাদকর্মীদের ওপর এ ধরনের যঘন্য হামালা কোনো ভাবেই কাম্য নয়।

বক্তরা দেশব্যাপী সংবাদকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সাস্তি এবং সব সাংবাদিক হত্যার দ্রুত বিচারের দাবি জানান।

About Inzamamul Haque