প্রচ্ছদ / খবর / হরতালে বাগেরহাটে গাড়ী ভাংচুর

হরতালে বাগেরহাটে গাড়ী ভাংচুর

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে  জামায়াতের দেশব্যাপী ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে বাগেরহাটে এখন  পর্যন্ত ১০টি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। শহরের দশানী মোড় থেকে মাজার প্রযন্ত সড়কে টায়ারে আগুন জানিয়ে পিকেটিয় করছে হরতাল সমর্থকরা।

বৃহষ্পতিবার ভোরে মহাসড়ক ও আন্তঃরুটে ১০ টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট এলাকায় ৩ টি, বাগেরহাট-রামপাল সড়কের কাড়াপাড়া এলাকায় ২ টি, বাগেরহাট-খুলনা মহাসড়কের বরাকপুর এলাকায়  হামিম পরিবহনের ১টি ও বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বালিয়াডাঙ্গা এলাকায় ৪ টি যানবাহনভাংচুর করেছে পিকেটাররা।

তবে এ সময়ে কোন হতাহত বা আটকের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে ভোর থেকে মহাসড়ক গুলোতে যান চলাচল খুবই কম ছিল। আন্তঃরুটে যানবাহন চলাচল ছিল অন্য দিনের তুলনায় খুবই কম।

এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার খোন্দকার %

About ইনফো ডেস্ক