প্রচ্ছদ / খবর / সুন্দরবন ও বাঘ রক্ষায় ব্যতিক্রম রিকশা র‌্যালি

সুন্দরবন ও বাঘ রক্ষায় ব্যতিক্রম রিকশা র‌্যালি

sundorbonNews01বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, বাঘ ও বাঘের বাসস্থান রক্ষায় সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষদের সচেতন করতে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের ২০ জন প্রতিনিধিদের অংশগ্রহণে ১০ দিনব্যাপী রিকসা র‌্যালি শেষ হয়েছে।

ব্যতিক্রম এ রিকশা যাত্রায় টেকনাফ  সি-বিচ থেকে শুরু করে চট্রগ্রাম-চাঁদপুর-বরিশাল হয়ে দীর্ঘ ৪’শ কিলোমিটার পথ অতিক্রম করে সোমবার মংলায় পৌঁছায়।

প্রকৃতি সংরক্ষণ সংস্থা ‘ওয়াইল্ড টিম’ এর আয়োজনে ওয়াইল্ড রিকশা চ্যালেঞ্জারের ব্যতিক্রমী এ অভিযাত্রা সোমবার বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এসে পৌছায়। মঙ্গলবার সুন্দরবন ভ্রমণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ র‌্যালির সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ছাড়াও এ অভিযাত্রায় অংশ নেয় পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, জার্মান ও অষ্ট্রেলিয়ার ২০ চ্যালেঞ্জার। দেশের প্রাকৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং বাঘ ও বাঘের আবাসস্থল রক্ষায় প্রকৃতিপ্রেমী সবাই এক হয়েছেন এই চ্যালেঞ্জে।

sundorbonNews02আয়োজক প্রতিষ্ঠান ওয়াইল্ড টিম  জানায়, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ডেনমার্কসহ ৭টি দেশের অংশগ্রহণকারী চ্যালেঞ্জ‍াররা বাংলাদেশের মানুষের সহযোগিতায় খুবই আনন্দিত।

তারা আরও জানান, বাংলাদেশের গণমানুষের অন্যতম বাহন রিকসার মাধ্যমে এ র‌্যালিটি করার ফলে বিশ্বের অনেক দেশেই বাংলাদেশ ও সুন্দরবন ব্যাপক পরিচিতি লাভ করবে।

ডেয়ার টু কেয়ার ফর টাইগার্স শিরোনামে গত ১৭ ফেব্রুয়ারী টেকনাফ সি-বিচ থেকে ১০ টি রিকশাযোগে এ রিকশা যাত্রা শুরু হয়।

উল্লেখ্য, র‌্যালিতে অংশ নেওয়া বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. অলিন রিকসা চালিয়ে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত আসেন।

About Inzamamul Haque