‘ভালোবাসার কাঁদে লাশ’

ভালোবাসার কাঁদে লাশসন্তানের লাশ কাঁদে ফিরছে বাবা,
অস্ফুটিত অঙ্কুর বিনষ্ট করে চলেছে পোকা ।

যে সন্তান কে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিল তার মা,
সেই মায়ের চোখের কোনে আজ দুঃখের কালসিটে অন্ধকার।

লিপিস্টিক এর লাল আবরনে আজ ও, উজ্জল নক্ষত্র হয়ে জলছে পতিতার ক্ষত ।
মদের নেশায় মত্ত হয়ে ডোম , কেটে চৌচির করছে মানুষের কাঙ্কিত দেহ ।

হায় ভালোবাসা, আজ তুমি ও প্রেমের চুম্বনে চুম্বনে জীবন্ত হয়ে ওঠো ।
তোমাকে নিয়ে প্রেম পিপাসু পিসাচেরা মাতুক,
তোমার সত্তা জুরে এঁকে দিক পৈসাচিক ছাপ ।

>Sadhin Rahman

___ছবি: ওয়েব থেকে সংগ্রহিত.

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !