মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলীকে বুধবার গণ সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গত ২৮ নভেম্বর রাজধানীর নজরুল ইন্সটিটিউটে ‘একুশে ফাউন্ডেশন’ তাকে জেনারেল ওসমানী স্বর্ণপদক ২০১৪ প্রদান করে।
এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকের চেয়ারম্যান মাহমুদ আলীকে সংবর্ধনা প্রদান করে।
ইউপি সদস্য আব্দুল আজিজ খানের সভাপতিত্বে বিশারীঘাটা বাজার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠিত অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হুমায়ুন কবির মোল্ল্যা, মজিবুল হক তালুকদার, জাহানারা আক্তার খুকি, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ইসলাম টিটু প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সেবার মাধ্যমে এ অঞ্চলের জনগোষ্ঠীর জন্য এ সম্মাননা বয়ে আনায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি, আগামী দিনে মাহমুদ আলী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যানের গৌরব অর্জন করেন বলে আশাবাদ প্রকাশ করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More