সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির ৫ দিন পর ‘ওটি সাউদার্ন স্টার-৭’ এর নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেল।
নৌযানটির মালিক প্রতিষ্ঠান হারুণ অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন জানান, রোববার সকাল ৬টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির বাদামতলা এলাকায় শেলা নদীতে দুর্ঘটনাস্থলের কাছেই একটি লাশ ভেসে ওঠে।
“স্থানীয় জেলেরা লাশ দেখে বনবিভাগকে খবর দেয়। পরে স্থানীয় গ্রামবাসী, জেলে ও বনবিভাগের কর্মীরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।”
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকারটি গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে ৩ লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে যাচ্ছিল। মঙ্গলবার ভোর ৫টার দিকে ‘টোটাল’ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যায় এবং সেটি ডুবতে শুরু করে।