সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মণ বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে সিপিবি।
রোববার বেলা ১২টায় শহরের সাধনার মোড় এলাকায় সিপিবি’র বাগেরহাট শহর শাখা উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টা ব্যাপি মানাববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেয় মহিলা পরিষদ, ওয়ার্কাস পার্টি ও ছাত্র ইউনিয়ন বাগেরহাট জেলা শাখা।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, সুন্দরবনের নদীখালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বন ও জীববৈচিত্র আজ হুমকির মূখে পড়েছে। সুন্দরবনে বাঁচাতে বনের জন্য ক্ষতিকর সকল প্রকার নৌযান চলাচল এবং স্থাপনা নির্মান বন্ধ করতে হবে।
সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করতে প্রয়োজনীয় উদ্যোগ এবং বনের জন্য ক্ষতিকর রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজ বন্ধের দাবি জানান।
নিতে সরকারের প্রতি দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সিপিবি’র বাগেরহাট পৌর শাখার সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম যাদু, ওয়ার্কাস পার্টির জেলা শাখার সাধারন সম্পাদক তুষার কান্তি দাস, মহিলা পরিষদের সাধারন সম্পাদক শিল্পী সমাদ্দার, ছাত্র ইউনিয়নের জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম সজীব প্রমূখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More