বাগেরহাটের মোরেলগঞ্জে উদ্ধার হওয়া ৪টি হাত বোমা নিস্কৃয় করেছে র্যাব-৬ এর একটি বোমা বিশেষজ্ঞ দল।
সোমবার দুপুরে র্যাবের বোমা বিশেষজ্ঞরা মোরেলগঞ্জে এসে বোমা গুলো নিস্কৃয় করে।
গত ২৬ নভেম্বর উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা অধ্যক্ষ মাওলনা আব্দুল খালেককে (৬৫) ওই বোমাসহ আটক করে পুলিশ।
র্যাব-৬ এর ডিএডি ময়নাল হকের নেতৃত্বে দুপুরে বোমা বিশেষজ্ঞ দল বোমাগুলো নিস্কৃয় করে।
ডিএডি ময়নাল হক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বোমাগুলো যথেষ্ট শক্তিশালী ছিল। হাতে বানানো এই বোমা বিস্ফোরন হলে ১৫বর্গমিটারের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
১৫ ডিসেম্বর ২০১৪ :: রাজীব আহ্সান রাজু, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
আর/আই হক-এনআরএডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More