প্রচ্ছদ / খবর / আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: ফকিরহাট থানায় রদবদল

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ: ফকিরহাট থানায় রদবদল

বাগেরহাটের ফকিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের পর থানা পুলিশে রদবদলের ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে দায়িত্বে অবহেলার কারনে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সেকেন্ড অফিসারকে বদলি করেছেন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।

ওসি শেখ শমসের আলী চলতি বছরের (২০১৪) ১৯ নভেম্বর ফকিরহাট থানার যোগদেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসাবে কর্মরত ছিলেন। তাকে জেলা পুলিশ লাইনে ক্লোস করা হয়েছে। তবে অপর একটি সূত্র বলছে, তাকে আবারও ডিবিতে পদায়ন করা হয়েছে।

সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আকরাম হোসেনকে মোল্লাহাট থানায় বদলি করা হয়েছে।

অপরদিকে, চিতলমারী থানার ওসি মো. আনিসুর রহমান ফকিরহাট থানায় যোগদান করবেন বলে জানা গেছে।

Fakirhat-Pic-1(18-12-2012)এছাড়া, মোল্লাহাটের সেকেন্ড অফিসার এসআই হায়দার আলী পুনরায় আসছেন ফকিরহাট থানায়।

এদিকে, বাগেরহাট জেলা ডিবি ওসি দিলিপ কুমার বদলি হয়ে পুনরায় চিতলমারী থানায় যোগদান করবেন বলে সূত্র জানায়।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর সন্ধায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মাধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত্য ২৫ জন আহত হয়।

২০ ডিসেম্বর ২০১৪ :: ফকিরহাট করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এফবি/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক