প্রচ্ছদ / খবর / কাটাখালী সংঘর্শে মমলা দায়ের: এলাকায় গনগ্রেফতার আতংক

কাটাখালী সংঘর্শে মমলা দায়ের: এলাকায় গনগ্রেফতার আতংক

কাটাখালী সংঘর্শে ঘটনায় ফকিরহাট থানায় ৭৭ জনকের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের: এলাকাবাসির মধ্যে গনগ্রেফতার আতংক।

বাগেরহাট জেলার ফকিরহাটে ১৪৪ ধারা জারী ভঙ্গ করে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল ও পুলিশের উপর হামলা মারপিটের ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ সহ ৪/৫ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় ফকিরহাটে উপজেলাসহ পাশ্ববর্তী এলাকা বাসির মাধ্যে গন গ্রেফতার আতংক বিরাজ করছে।

উল্লেখ, গত ২রা ফেব্রয়ারী বিকালে উপজেলার কাটাখালী বাসষ্ট্যান্ডে জামায়াত-শিবির ও আওয়ামীলীগ বিক্ষোভ মিছিলসহ পথ সভা করার আয়োজন ঘোষনা দেয়। এ অবস্থায় আইন শৃংখলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবপ্রসাদ পাল সেখানে ১৪৪ ধারা জারী করেন।

কিন্তু বিকাল সাড়ে ৪টায় জামায়াত-শিবির ১৪৪ ধারা জারী ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিপুল সংখ্যাক জনতার সাথে পুলিশের সংঘর্ষ হলে পুলিশ সাংবাদিক সহ প্রায় ২০ জন আহত হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের এস আই হায়দার আলী বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ হাজার ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এর পর থেকে এলাকাবাসির মধ্যে গন গ্রেফতার আতংক বিরাজ করছে।

About মল্লিক স্বাধীন রহমান

আমি আমার ইচ্ছামতো থাকা পছন্দ করি । আমি চাই যতটুকু সুখ হলে একটা মানুষের জীবনে আর সুখ ধরকার হয় না ঠিক ততটুকু । আমি ভাল না থাকলে ও চলবে তবে আমি চাই আমার মা বাবা ভাল থাকুক সব সময় । আমার জীবনের একটি ই ইচ্ছা আমি একজন ভাল অভিনেতা হতে চাই, আমি ভালো অভিনয় পারি না তবে ইতিমধ্যেই আমি আমার অভিনয় দিয়ে অনেক মানুষের বাহবা কুরিয়েছি ।আমি মাঝে মাঝে কবিতা আবৃত্তি করার চেষ্টা করি যানি না কেমন হয় । আর একটু লেখালেখি করি সখ থেকে । তবে আমি জানি যে আমি কিছু ই ভাল ভাবে পারি না, শুধু মাত্র ভালো ভাবে করার চেষ্টা করি । ধন্যবাদ ও শুভেচ্ছা সকল কে !