প্রচ্ছদ / খবর / রাতে বাগেরহাটের বিভিন্ন স্থানে পটকা বিষফোড়ণ

রাতে বাগেরহাটের বিভিন্ন স্থানে পটকা বিষফোড়ণ

রাত ১০:৩০ এর পর বাগেরহাটের বিভিন্ন স্থানে পটকা বিষফোড়ণ ঘটেছে।

এ সময়ে বিকট আওয়াজে কেপে উঠে পুর এলাকা। রাত ১০:৩০ এর পর প্রায় এক যোগে পর পর ৮/১০টি পটকা বিষফোড়ি  হয়।

জানা গেছে আলিয়া মাদ্রাসা রোড়, জজ্ব কোর্ট এর সামনে, সোনাতলা, পুরতন বাজার, মুনিগঞ্জ সহ শহরের বিভিন স্থানে বিষফোড়ি হয় পটকা গুল।

এর পর পর শহরে জুড়ে পুলিশি সাইরেনের আওয়াজ পাওয়া গেছে।

পুর শহরে সৃষ্টি হয়েছে  থম থমে অবস্থার। আতঙ্কত বিরাজ করছে শহর জুড়ে। বন্ধ করে দেওয়া হয়েছে বানিজ্য মেলার মাইক।

About ইনফো ডেস্ক

3 মন্তব্য

  1. realy bagerhat pura thom thome obostha biraj korche

  2. বাগেরহাট এর মেগনিতলার সিংড়াই এলাকায় রেড এল্যাট জারি করছে ।

  3. Realy?