বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে এবং ফকিরহাট উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার বেলা ১টা থেকে রাত ১২টা পর্যন্ত ফকিরহাট উপজেলার খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফকিরাহাট থানার ওসি মাসুদুল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া পুলিশ টহলও জোরদার করা হয়েছে।
এদিকে, শনিবার সকাল ৯ টা থেকে রামপালের ফয়লা বাজার ও আশপাশের এলাকায় এই ১৪৪ ধারা বলবৎ করা হয়ছে। একই স্থানে জামায়াত ও আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান ওই এলাকায় ১৪৪ ধারা জারী করেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More