প্রচ্ছদ / খবর / ফকিরহাটে অজ্ঞান করে ১০লক্ষ টাকার মালামাল লুট

ফকিরহাটে অজ্ঞান করে ১০লক্ষ টাকার মালামাল লুট

বাগেরহাটের ফকিরহাটে চেতনানাশক স্প্রে করে নগত টাকা স্বর্ণালোংকারসহ প্রায় দশলক্ষ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত গভীর রাতে উপজেলা সদরের পাগলা দেয়াপাড়া এলাকার রাজেদ আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফকিরহাট থাকা পুলিশ।

স্থানীয়রা জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে ঘরের ঢুকে চেতনানাশক স্প্রে করে প্রয়াত মিনা বারিক শেখের ছেলে রাজেদ ও তাঁর স্ত্রী সামছুন নাহারকে অজ্ঞান করে ফেলে।

মঙ্গলবার সকালে তাদের অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজেদ আলী জানান, দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে নগত ৫০ হাজার টাকা ২০ ভরি স্বণালোংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

এঘটনার ফকিরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সকালে ঘটনা স্থল পরিদশন করেছেন। তবে, মঙ্গলবার সন্ধা পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

প্রসঙ্গত, সাম্প্রতি সময় উপজেলা সাইসাইয়া ভারাশিয়া, সিংগাতী, মুলঘর এলাকায় একই ভাকে একাধিক বাড়ীতে চুরির ঘটনা ঘটে।

৩০ ডিসেম্বর ২০১৪ :: পি কে অলোক, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক