প্রচ্ছদ / খবর / শ্যালায় নৌযান চলাচল ও ঘসিয়াখালী নৌপথ চালুর দাবি

শ্যালায় নৌযান চলাচল ও ঘসিয়াখালী নৌপথ চালুর দাবি

সুন্দরবনের শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ রাখার প্রতিবাদ ও মংলা-ঘসিয়াখালী নৌপথ দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

Mongla-BAGERHAT-Pic-1(30-12-14)মঙ্গলবার বিকালে বাগেরহাটের মংলা শ্রমিক সংঘ সত্বরে মংলা বন্দর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ এ কর্মসূচি পালন করে।

মিছিলটি শহরের শ্রমিক সংঘ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা শ্যালা নদী ও মংলা-ঘাসিয়াখালী চ্যানেল দ্রুত চালুর জন্য সরকারের প্রতি দাবি জানান। এ সময় শ্রমিক-কর্মচারীরা তাদের শ্রম মজুরি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অন্যথায় বন্দর অচলের মত কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবে তারা বলেও বক্তৃতায় উল্লেখ করেন শমিক নেতারা।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর শ্যালী নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির পর থেকে এ রুট দিয়ে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে বন্দরের শ্রমিক-কর্মচারীরা।

এদিকে মংলা-ঘাসিয়াখালী নৌপথ দ্রুত পুন:খনন ও এ রুটের সকল সংযোগ খাল কাটার অগ্রগতি নিয়ে রামপাল উপজেলা পরিষদ মিলনায়তনের সন্ধ্যায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন খুলনার বিভাগীয় কমিশনার মো: আ: সামাদ।

৩০ ডিসেম্বর ২০১৪ :: ফয়সাল আহমেদ,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক