বাগেরহাটের মোরেলগঞ্জ রিপোর্টার্স ক্লাবের (এমআরসি) বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে বাগেরহাট ইনফো ডটকম ও দৈনিক জনতার প্রতিনিধি রাজীব আহসান রাজু সভাপতি এবং দৈনিক সংবাদ ও গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল সাধারণ সম্পাদক নির্বচিত হন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ থানা রোডস্থ নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা থেকে এই নতুন কমিটি ঘটন করা হয়।
৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মশিউর রহমান মাসুম (বাংলাদেশ প্রতিদিন/সমাজের কথা), সহ-সাধারণ সম্পাদক কলামিষ্ট ইসমাইল হোসেন তালুকদার, অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম কবির (বাংলার চোখ), কার্যনির্বাহী সদস্য এইচ. এম মইনুল ইসলাম (আমার দেশ/সময়ের খবর), মেহেদী হাসান লিপন (ইত্তেফাক/মোহনা টিভি), জামাল হোসেন বাপ্পা (ইনকিলাব/জিটিভি) ও শামীম আহসান মল্লিক (লোকসমাজ)।
এমআরসি’র বিগত কমিটির সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ২০১৫ সালের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More