বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে বাঙালির স্বাধীনতা পূর্ণ সাদ পায়। বিজয় সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলা-দেশের মাটিতে পা রাখেন।
জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারা জীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মহান এ নেতার প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন – জেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, যুগ্ম সাধারন সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব প্রমূখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More