বাগেরহাটে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জুয়েল (২৫) নামের চালকের সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় খুলনা-মংলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক দুলাল।
বাগেরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ফরাজী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শুক্রবার ভোরে মংলার কিং ব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিয়ে রাজশাহীর উদ্দেশ্য রওনা দেয় ট্রাকটি। পথে মহাসড়কের শুকদাড়া এলাকায় পৌঁছুলে ট্রাকটির ডান পাশের সামনের চাকা ফেটে যায়।
এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই ট্রাকের হেলপার জুয়েলের মৃত্যু ও চালক দুলাল গুরুতর আহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেন। দুর্ঘটনা গুরুত্বর ট্রাকের চালক দুলালকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি খুলনার রুপসা উপজেলায়।
নিহত জুয়েল (২৫) খুলনার রূপসা উপজেলার পাঁচালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
দুর্ঘটনা দুর্ঘটনা কবলিত ট্রাকটি বসুন্ধরা গ্রুপের বলে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More