নাতনির বিয়েতে এসে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছে ৭০ বছরের বৃদ্ধা নানী সাহেলা বিবি।
বৃহস্পতিবার দিবা গত রাত ২ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এবি গজালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ছিলো ওই গ্রামের অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার সুলতান হাওলাদারের মেয়ের বিয়ে। এজন্য রাতে তার বাড়িতে চলছিল রান্না, পিঠা তৈরীসহ অনান্য আনুষ্ঠিকতা।
সুলতান হাওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রাতে সকলে ঘুমিয়ে পড়লে আনুমানিক ২টার দিকে আগুন লাগে। এ সময় পরিবারের সকলে ঘর থেকে বের হতে পারলেও আটকা পড়ে তার শ্বাশুড়ি সাহেলা বিবি।
স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং সাহেলা বিবিকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পরিবার প্রধান সুলতান হাওলাদার আরো জানান, অগ্নিকান্ডের কারনে থেকে গেছে মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা। পুড়ে ছাই হয়েছে কমপক্ষ্যে ৩ লাখ টাকার মাল।
অসাবধানতাবশত রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারনা করছে স্থানীয়রা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More