প্রচ্ছদ / খবর / বাগেরহাট পিসি কলেজে পবিত্র সিরাতুন্নবী (স.) অনুষ্ঠিত

বাগেরহাট পিসি কলেজে পবিত্র সিরাতুন্নবী (স.) অনুষ্ঠিত

বাগেরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারি পিসি কলেজে দুই দিনব্যাপী পবিত্র সিরাতুন্নবী (সা.) – ২০১৫ উদযাপিত হয়েছে।

Bagerhat-Pic-1(24-01-2014)PC-Cপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৮ ও ২৯ জানুয়ারি কলেজ কর্তিপক্ষ এই আয়োজন করেন।

আয়োজনের প্রথম দিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতা। বৃহস্পতিবার দ্বিতীয় দিন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম।

সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক মো: নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আরাফাত নোমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে বক্তারা, কোরআন ও হাদীসের উদ্ধুতি দিয়ে মহানবী (সা.) এর জীবন-আদর্শ তুলে ধরে তা থেকে শিক্ষা নিতে এবং সে আলোকে শিক্ষার্থীদের জীবন গঠনে তাগিদ দেন।

পরে হামদ-নাত, কোরআন তেলাওয়াত, আযান, কুইজ, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধন অতিথি।

২৯ জানুয়ারি ২০১৫ :: সুমন বিশ্বাস, শিশু সাংবাদিক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক