তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের মোরেলগঞ্জে লিলি বেগম (৪৫) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মাছের ঘেরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে লিলি বেগম ও প্রতিবেশি লাইলী বেগমের পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।
বৃহষ্পতিবার বিকেলে (২৯ জানুয়ারি) লাইলী বেগমের মাছের ঘেরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ওই দুই প্রতিবেশির মধ্যে ঝগড়া বিবাদ এবং এক পর্যায়ে হাতাহাতি হয় বলে তারা শুনেছেন।
নিহত লিলি বেগম মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম চিপা বারুইখালী গ্রামের শামছু সাজ্জালের স্ত্রী।
শুক্রবার সকালে নিহতের মেয়ে খাদিজা আক্তার বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বৃহষ্পতিবার তাদের পোষা কয়েকটি হাঁস প্রতিবেশি লাইলী বেগমদের মাছের ঘেরে যায়। এই হাঁস যাওয়াকে কেন্দ্র করে লাইলী বেগমের সঙ্গে আমার মায়ের ঝগড়া বিবাদ হয়।
এক পর্যায়ে লাইলী বেগম ক্ষিপ্ত হয়ে আমার মায়ের গলা চেপে ধরে। পরে লাইলী বেগমের ছেলে রুবেল ও তার স্ত্রী রেশমা তাদের সঙ্গে যোগ দিয়ে তার মাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি।
তবে, এবিষয়ে প্রতিবেশি লাইলী বেগমের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
শুক্রবার দুপুর পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
ওসি রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া এখন কিছু বলা যাচ্ছেনা। তাই পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More