প্রচ্ছদ / খবর / বাগেরহাটে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন

বাগেরহাটে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন

হরতাল চলাকালে বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মংলা মহাসড়কে একটি সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

Bagerhat-Pic-1(03-02-2015)trak-fiarমঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের ফকিরহাটে উপজেলার শ্যামবাগাত ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।

আগুনে ট্রাকের টায়ার ও কিছু অংশ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পন্যবাহী ট্রাকের চালক হাবিবুর রহমান বলেন, ‘ মংলা থেকে খুলনার উদ্দেশ্য রওনা দিয়ে ঘটনাস্থলে পৌছালে একদল দুবৃর্ত্ত ট্রাক লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় আমি প্রান বাচাঁতে ট্রাক থেকে নেমে সরে পড়ি। এসময় দুবৃর্ত্তরা ট্রাকের (খুলনা মেট্র-ট-১১-০০১৪) আগুন ধরিয়ে দেয়’।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,  মঙ্গলবার ভোর রাতে কে বা কারা সিমেন্ট ভর্তি ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

তবে, এই ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ট্রাকের মালিক জাকির হোসেন বলেন, ‘ ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালে কারনে ৭-৮ দিন ধরে ট্রাকটি বন্ধ ছিল। আমার আয়ের একমাত্র উৎস ট্রাকটি পুড়িয়ে দেয়ায় নি:স্ব হয়ে গেছি।’

তিনি সরকারের কাছে ক্ষতি পুরন দাবি করেন।

০৩ ফেব্রুয়ারি ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক