প্রচ্ছদ / খবর / মংলায় মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

মংলায় মোটরসাইকেলসহ ছিনতাইকারী আটক

ছিনতাই হওয়া একটি মোটরসাইকেলসহ বাগেরহাটের মংলায় শাকিল খান (২৬) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

Roveryশুক্রবার সন্ধায় মংলা পৌর শহরের আখি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে গাড়ীটি উদ্ধার করা হয়।

আটক শাকিলের বাড়ী ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় বলে জানিয়ে পুলিশ।

মংলা থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: হাশেম জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বৃহস্পতিবার খুলনার রুপসা উপজেলার খানজাহান আলী সেতু সংলগ্ন ছাছিবুনিয়া এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে ছিনতই এর ঘটনা ঘটে। সংঘবদ্ধ চেক্রের সদস্য শাকিল ছিনতাই এর পর গাড়িটি মংলার পৌরসভার জনৈক কমিশনারের ছেলে সাদ্দামের কাছে রাখে।

সন্ধায় পুলিশ ওই শহরের আখি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় গাড়ী ছিনতাইকারী চক্রের সদস্য শাকিলকে হাতেনাতে আটক করে তারা।
তবে এসময় গাড়ীর চাবি নিয়ে চক্রের অপর সদস্য সাদ্দাম দ্রুত পালিয়ে যায় বলে জানান তিনি।

ছিনতাই হওয়া গাড়ীর মালিক নাজমুল হাসান জানান, তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহণ করেন। বৃহস্পতিবার শাকিলসহ দুইজন তাকে দু’টি অস্ত্র ঠেকিয়ে খুলনার ছাছিবুনিয়া থেকে গাড়ীটি ছিনতাই করে মংলায় নিয়ে আসে।

অভিযোগ রয়েছে, মংলায় গড়ে ওঠা একটি সংগবদ্ধ চক্র দীর্ঘ্য দিন ধরে খুলনা, ঢাকা, বরিশাল ও সাতক্ষীরা থেকে গাড়ী ছিনতাই করে বিভিন্নস্থানে বিক্রি করে।

১৩ ফেব্রুয়ারি ২০১৫ :: উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক