প্রচ্ছদ / খবর / গাঁজা রাখার দায়ে যুবকের দুই বছরের কারাদন্ড

গাঁজা রাখার দায়ে যুবকের দুই বছরের কারাদন্ড

নিজের কাছে মাদকদ্রব্য (গাঁজা) রাখার দায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

VramoMan-Adalotমঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুম্মান মোল্লা (২২) নামে ওই যুবককে এ দন্ড দেন।

রুম্মান মোল্লা উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী গ্রামের মো. আবু সালেক মোল্লার ছেলে।

ইউএনও মো. আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মাদকাসক্ত হয়ে পড়ায় ছেলের আচরণে বিরক্ত হয়ে কয়েক দিন আগে রুম্মানের বাবা তার কাছে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ নিয়ে উত্তর বারইখালী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ওই তরুণকে আটক করা হয়।

রুম্মন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। তার বাবা ও মায়ের দেয়া স্বাক্ষ্য অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুম্মনকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে বলে ইউএনও জানান।

কারাদন্ড প্রদানের পর পুলিশ তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠিয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০১৫ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক