বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্নাসী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
শুক্রবার ভোরে সন্নাসী বাজারের নিজ বাড়িতে হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭০ বছর।
মো. গোলাম মোস্তফা বেসরকারী টেলিভিশন চ্যানেল গাজী টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট ইনফো ডটকমের কন্ট্রিবিউটর সাংবাদিক জামাল হোসেন বাপ্পার পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মাবাদ মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্নাসী বাজার জামে মসজিদে জানাযা শেষে গ্রামের বাড়ি খেজুরবাড়িয়ার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
ব্যবসায়ী গোলাম মোস্তফার মৃত্যুতে শুক্রবার সন্নাসী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
জামাল হোসেন বাপ্পা জানান, শুক্রবার ভোর ৪ টার দিকে সন্নাসী বাজারের বাড়িতে আমার বাবার বুকে ব্যাথা অনুভূত হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিলে কিছুক্ষণ পরে বাড়িতে বসেই তিনি মারা যান।
সাংবাদিক জামাল হোসেন বাপ্পার বাবার মৃত্যুতে জেলার কর্মরত সকল সাংবাদিক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More