সহিংসতা বন্ধের দাবিতে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শংকামুক্ত জীবন চাই, নিরাপদে ক্লাস করতে ও পরীক্ষা দিতে চাই এই শ্লোগানে কেন্দ্রীয়ভাবে ঘোষিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় এ কর্মসূচি।
শনিবার বেলা ১১ টা থেকে পৌনে বারো পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারী পিসি কলেজ ও খানজাহান আলী ডিগ্রি কলেজসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে একই সময়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় সহস্রাধিক শিক্ষার্থী নানা শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।
সহিংস রাজনীতি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে এবং যথা সময়ে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More