বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে সাঁতার কাটতে গিয়ে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পানগুছি নদীর মোরেলগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইমরান হোসেন লিমন উপজেলার বারইখালী ইউনিয়নের ফোরিঘাট এলাকার ভ্যানচালক এমাদুল হাওলাদারের ২য় ছেলে। লিমন স্থানীয় মারকাত ওমর আল ফারুক মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও লিমনের সহপাঠি বন্ধুদের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিকেলে লিমন বন্ধুদের সঙ্গে ফোরিঘাট এলাকায় পানগুছি নদীতে গোসল করতে যায়। এ সময় সে সাঁতার কেটে কচুরিপনা ধরতে গিয়ে আর ফিরে আসেনি।
খবর পেয়ে মোড়েলগঞ্জ ও খুলনা ফায়ার সার্ভিসের পৃথক দুটি ‘লাইফ সেভিং দল’ ঘটনাস্থলে (নদীতে) উদ্ধার অভিযান শুরু করেছে।
মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক ও খুলনা ইউনিটের স্টেশন অফিসার মো. মুজাহিদ বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য সম্ভাব্য এলাকায় ডুবুরি দল নিয়ে অভিযান চালানো হচ্ছে। স্রোতের টানে শিশুটি নদীতে তলিয়ে যেতে পারে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More