বাগেরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী আবৃত্তি কর্মশালা-২০১৫।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাগেরহাট থিয়েটারে এ কর্মশালার উদ্ধোধন করেন থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও নাট্য সংগঠক শেখ নজরুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক প্রদান করছেন সাংস্কিৃতিক কর্মী, প্রশিক্ষক ও আবৃত্তিশিল্পী নাজমুল আহসান। তিনি এই কর্মশালার আয়োজক বাগেরহাট থিয়েটারেরও এক জন সদস্য।
চার দিনব্যাপী এই আবৃত্তি কর্মশালায় আবৃত্তির উৎপত্তি ও ইতিহাস, বর্ণ উচ্চারণ স্থান ও রীতি, স্বরসাধন ও কন্ঠের ব্যায়াম, প্রমিত উচ্চারন, কবিতার ছন্দ, কবিতার ভাব ও রস এবং আবৃত্তি নির্মান কৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য দেন- বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মীর ফজলে সাইদ ডাবলু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যন ও আবৃত্তি শিল্পী এ্যাড. পারভীন আহমেদ, শেখ নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান প্রমুখ।
এতে অংশ নিচ্ছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ প্রায় অর্ধশত প্রশিক্ষনার্থী।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More