প্রচ্ছদ / খবর / ক্রিকেটার রুবেল বাগেরহাটে

ক্রিকেটার রুবেল বাগেরহাটে

Rubel-Hosain-Picবিশ্বকাপ মাতিয়ে দেশে ফিরে নিজ শহর বাগেরহাটে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের রাতে বাগেরহাট শহরে নিজ বড়িতে পৌঁছান রুবেল হোসেন।

এর আগে ঢাকা থেকে পিতা সিদ্দিকুর রহমানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাগেরহাটে পৌঁছে হযরত খানজাহান (র.)এর মাজার জিয়ারত করেন তিনি।

এর পর তিনি যান বাগেরহাট জেলা স্টেডিয়ামে। যে মাঠ থেকে শুরু হয় ক্রিকেটার রুবেল হোসেনের যাত্রা।

এসময় স্টেডিয়ামের ক্রিকেট উপকমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি খান হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ, সহ সাধারন সম্পাদক শেখ হায়দার আলী বাবু, ক্রিকেট কোচ শংকর পাল, নির্বাহী সদস্য মো: সিরাজউদ্দিন শাহীন অন্যসহ অন্যান্য কর্মকর্তারা রুবেলকে ফুল দিয়ে বরন করে নেয়।

Rubel-Hosain-at-Bagerhat-Pic-26-03-15স্টেডিয়াম থেকে বেরিয়ে রুবেল জেলা প্রশাসক মো: জাহাংঙ্গীর আলমের বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় জেলা প্রশাসক তাকে অভিনন্দন জানান এবং মিষ্টি মুখ করিয়ে দেন।

রাতে শহরের পূর্ব বাসাবাটি রুবেল হোসেন তার বাড়িতে পৌঁছে কথা বলেছেন বাগেরহাট ইনফো ডটকম-এর সাথে।

এসময় বিশ্বকাপে নিজের পারফরমেন্সে খুশি রুবেল বলেন, এই বিশ্বকাপটা আমার জন্য চ্যালেঞ্জের ছিল। নিজেকে প্রমান করারও ছিল। দেশের জন্য খেলতে পেরে আমি খুশি।

এবারের বিশ্বকাপে দলের সব ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া ভালো ছিলো। সবাই ভালো খেলেছে। তাই আমরা কোয়াটার ফাইনালে কোয়ালিফাই করেতে পেরেছি।

এই বিশ্বকাপ সামনের দিনের প্রতিটি খেলায় আমাদের অনুপ্রেরণা যোগাবে।

Rubel-Hosain-and-Father-Picএক প্রশ্নের জবাবে বাগেরহাট ইনফো ডটকমকে তিনি বলেন, বাংলাদেশ এখন সব দেশের সাথেই জয়ের জন্য মাঠে নামে। কোন দলই এখন টাইগারদের খাট করে দেখে না। এবারের বিশ্ব কাপে বাংলাদেশ দলের খেলোয়াড়রা তা প্রামান কেরছে।

এসময় রুবেলের পাশে থাকা তার বাবা সিদ্দিকুর রহমান আশাবাদ ব্যক্ত করেন, একদিন ইনশাল্লাহ্ বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে।

২৬ মার্চ ২০১৫ :: সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ