প্রচ্ছদ / খবর / শরণখোলায় ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান নিহত

শরণখোলায় ‘বন্দুকযুদ্ধে’ বাহিনী প্রধান নিহত

সোমবার রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউখালী ইউনিয়নের শরণখোলা বাজারের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

পুলিশ সুপার জানান, শরণখোলার পানিরঘাট এলাকার হাবিব হাওলাদারের পরিত্যক্ত বাগানে অস্ত্র নিয়ে ৫-৬ জন দস্যুর অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

“এ সময় দস্যুরা গুলি চালালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে সেখানে একজনকে মৃত ও আহত একজনকে পাওয়া যায়।”

নিহত বেল্লাল মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের খোকন ফরাজির ছেলে। ফরহাদ একই উপজেলার বাড়ইখালি গ্রামের মকবুল মুন্সির ছেলে।

ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ ফরহাদকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

০৬ এপ্রিল ২০১৫ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হকএনআরএডিটর/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ