সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতিকালে দুই চোরা শিকারিকে আটক করেছে বনবিভাগ।
সোমবার (২৫ মে) বিকালে সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন পাজরাফুটা খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের আ. খালেক মৃধার ছেলে সোহাগ মৃধা (২২) ও কালমেঘা গ্রামের লতিফ মুন্সির ছেলে আসাদ মুন্সী (২৫)।
এসময় তাদের কাছ থেকে হরিন শিকারের ১৫টি ফাঁদ, একটি চাকু এবং ১৫ কেজি পলিথিন উদ্ধার করা হয়।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. কামাল আহমেদ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, সোমবার বিকালে চরখালী ক্যাম্পের ইনচার্জ ফরেস্টার আবু মুসার নেতৃত্বে বনরক্ষীরা পাজরাফুটা খালে টলহ দিচ্ছিল। নিয়মিত এই টললের সময় তারা বনের ভেতর ওই দুই ব্যাক্তিকে হরিণ শিকারের প্রস্তুতিকালে শিকারিকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে শিকারের ওই সরঞ্জাম উদ্ধার করা হয়। বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More