প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হল বাগেরহাটে।b hat001b hat002

সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রসাশন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বাগেরহাটের উদ্দগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক শুকুর আলীর সভাপতিত্বে স্বাধীনতা উদ্যানের বিজয় মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

এদিকে একই সময়ে টিআইবি- সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে র‌্যালী শেষে বিএমএ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। তাছাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় আরেকটি বর্ণাঢ্য র‌্যালি।

এছাড়া, শুক্রবার প্রথম প্রহরে শহীদ মিনারে ‘আঁধার ভাঙ্গার শপথ’ শিরোনামে রূপান্তরের উদ্যোগে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর সমাবেশ ও শপথ গ্রহন অনুষ্টিত হয়। এ সব অনুষ্টানে নার্স, পিটিআই, ম্যাটস, এনজিও, এলজিইডির গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পের নারী কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাবিবুল হক খান, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা, প্রেসক্লাবের সভাপতি এ্যাড: মোজাফ্ফর হোসেন, মহিলা সংস্থার চেয়ারম্যান হ্যাপী বড়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড: শরীফা হেমায়েত, নারী নেত্রী ও উন্নয়ন কর্মী ফরিদা রহমান, তহুরা হোসেন, শিল্পী সমাদ্দার, সীতা রানী দেবনাথ, লুনা সিদ্দিকী, রিজিয়া পারভীন, রেহানা পারভীন লাকি, আম্বিয়া খাতুন, কল্পনা সাহা, বকুল রানী, ফিরোজা বেগম মুক্তা, প্রফেসর মোজাফ্ফর হোসেন, এবিএম. মোশাররফ হুসাইন, খান সালেহ আহম্মদ, এ্যাড: জাহাঙ্গীর আলী বাবু, শেখ শামমীম হাসান, মোস্তাফিজুল হক, শেখ মুজিবুর রহমান, মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক জাকারিয়া মাহামুদ, বাবুল সরদার প্রমুখ।

About ইনফো ডেস্ক