প্রচ্ছদ / খবর / মোরেলগঞ্জে কাঁচা মরিচের ‘ঝাল’ দ্বিগুণ

মোরেলগঞ্জে কাঁচা মরিচের ‘ঝাল’ দ্বিগুণ

ঈদকে সামনে রেখে রমজানে আরো একদফা দাম বেড়েছে বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম হয়েছে দ্বিগুণ।

এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে। রমজান মাস শুরুর আগে মরিচের দাম ২০-৩০ টাকা ছিলো।

রোববার মোরেলগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

মোরেলগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ ফকির বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে যশোর, বগুড়া থেকে কাঁচা মরিচ না আসায় দামও একটু বেশী। তাছাড়া কৃষকের ক্ষেতে মরিচ গাছ নষ্ট হওয়াতেও বাজারে সরবারহ কমে দাম বেড়েছে। আবহাওয়া ঠিক হলে আবারো দাম কমে আসবে।

মরিচ ছাড়াও মোরেলগঞ্জের বাজারে সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি গোল বেগুন ৭০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, আলুতে এক টাকা, পেঁপে ২০-২২ টাকা থেকে বেড়ে ২৪-২৫ টাকা বিক্রি হচ্ছে। বেড়েছে ব্রয়লার মুরগির দামও।

তবে অনান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলে বিক্রেতা জানিয়েছেন।

সাধারন ক্রেতারা মনে করছেন, ঈদকে সামনে রেখে বিক্রেতারা অযৌক্তিক দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করছে। এজন্য প্রশাসনকে বাজার মনিটরিং এর দাবি জানান তারা।

১৩ জুলাই :: রাজীব আহ্সান রাজ, উপজেলা করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ